নতুন আইফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৬:৩০ পিএম
নতুন আইফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা
আইফোন। ফাইল ফটো

নতুন আইফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় শচীন নামের ১৬ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হামলাকারী সবাই কিশোর এবং নিহতের বন্ধু ছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী দিল্লির সাকারপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় একটি মোবাইলের শোরুম থেকে আইফোন কিনে ফিরছিল শচীন। ওই সময় তার সঙ্গে ছিল আরেক বন্ধু। পথিমধ্যে আরও তিন বন্ধুর সঙ্গে তাদের দেখা হয়। ওই সময় তারা শচীনের কাছে ট্রিট চায়। কিন্তু শচীন ট্রিট দিতে রাজি হয়নি। একপর্যায়ে তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় শচীনের। ওই সময় এক বন্ধু ছোরা দিয়ে আঘাত করে তাকে। তাতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে শচীন মারা যায়।

এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি দেখে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!