• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের বিমানে চড়েছে সাপ, ভোগান্তিতে যাত্রীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৭:২১ পিএম
ভারতের বিমানে চড়েছে সাপ, ভোগান্তিতে যাত্রীরা

ভারত থেকে দুবাই যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ। শনিবারের (১০ ডিসেম্বর) এ যাত্রায় বিমানটিতে পাওয়া যায় একটি সাপ। বিমানে সাপ পাওয়ার ঘটনায় ঘন্টার পর ঘন্টা ভোগান্তি হয় যাত্রীদের।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বিমানটির মালামাল রাখার জায়গায় একটি সাপের সন্ধান পাওয়া যায়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেখা মেলে সাপটির।

সাপ পাওয়ার পর ঘটনাস্থলে নিযুক্ত করা হয় দুবাই বিমানবন্দরের ফায়ার সার্ভিসকে। তারা বিভিন্ন রাসায়নিক থেকে তৈরি করা ধোঁয়া উড়িয়ে উড়োজাহাজটিকে নিরাপদ করার চেষ্টা করেন।

বিমানে কী করে সাপ ওঠল তা তদন্ত করতে নির্দেশ দিয়েছে ভারতরে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ভারতের কালিকট বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার পারি দিয়ে দুবাই পৌঁছায় বিমানটি। সাপ পাওয়ার পর বিমানটি পরবর্তী উড্ডয়নের জন্য প্রস্তুত হতে সময় নেয় আরও প্রায় ৭ ঘন্টা। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভারতের যাত্রী এক টুইট বার্তায় এ ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, উড়োজাহাজে সাপ পাওয়ায় সাত ঘণ্টা ধরে দুবাই বিমানবন্দরে আটকে আছেন তারা। তার ফ্লাইট এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ আইএক্স৩৪৪ কখন ছাড়বে, সে ব্যাপারে তথ্য দিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

এই ঘটনায় বিব্রত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে যাত্রীদের কাছে।

Link copied!