সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও রীতিমতো অবাক করে দিয়েছে নেটিজেনদের।
ভিডিওতে দেখা যায়, প্রেমিকের সঙ্গে ঘুরতে গেছেন এক তরুণী। সেখানে হাজির হন আরও চার তরুণী। সেখানে প্রেমিকের সঙ্গে ঘুরতে আসা তরুণীকে বেধড়ক মারধর করেন তারা। কারণ ওই প্রেমিকের সঙ্গে তাদেরও প্রেমের সম্পর্ক আছে।
প্রেমিককে হাতেনাতে ধরে তার সঙ্গে থাকা তরুণীকে অন্য প্রেমিকাদের মারধরের এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের সোনপুরে।
আনন্দবাজার বলছে, সোনপুরের এক মেলায় প্রেমিকার সঙ্গে ঘুরতে যান ওই যুবক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায় সেখানকার দৃশ্য! সেই মেলায় একসঙ্গে এসে হাজির হন যুবকের আরও চার প্রেমিকা! যুবককে অন্য তরুণীর সঙ্গে দেখে বেজায় চটে যান বাকি চার প্রেমিকা। শুরু হয় কথাকাটাকাটি, হাতাহাতি। চলে কিল, চড় ও ঘুষি।
ভিডিওতে দেখা যায়, পাঁচ তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করছেন। যে তরুণী যুবকের সঙ্গে মেলায় গেছেন, বাকি চারজন মিলে তাকে বেধড়ক মারতে শুরু করেন। তাকে বাঁচানোর চেষ্টা করেন সেই যুবকও। এই ঘটনায় আরও চটে যান বাকি চার তরুণী। হাতাহাতি এমন পর্যায় চলে যায় যে, ওই তরুণীর জামাকাপড়ও ছিঁড়ে দেন তারা।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেন ওই তরুণীকে মারধর করা হয়েছে সেটিও বুঝে উঠতে পারছেন না অনেকে। তবে কেউ কেউ বলছেন, দোষ করলেন একজন, শাস্তি পেলেন অপরজন! আবার কেউ বলছেন, ছেলেটিকে ধরে পেটানো উচিত ছিল।