• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৩:০৯ পিএম
ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব
প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ফাইল ফটো

ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। 

শনিবার (২২ জুন) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (টুইটার) প্রকাশিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়, ইরানের ওপর মার্কিন হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি। এর আগে ১৩ জুনের বিবৃতিতেও সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।

সৌদি সরকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সর্বোচ্চ সংযম দেখানো এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকটের রাজনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়াদ।

গত মে মাসেই সৌদি আরব ইরানকে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আহ্বান জানিয়েছিল।

Link copied!