• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭
পাকিস্তানের নির্বাচন

ভোট কারচুপির দায় স্বীকার করে কমিশনারের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৩:৪৭ পিএম
ভোট কারচুপির দায় স্বীকার করে কমিশনারের পদত্যাগ
লিয়াকত আলী চাট্টা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা। তিনি বলেন, “আমি সমস্ত অন্যায়ের দায় নিচ্ছি। শুধু আমি নই, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। যেসব প্রার্থীরা নির্বাচনে হেরে যাচ্ছিলেন, তাদের জিতিয়ে দেওয়া হয়েছে।”

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

লিয়াকত আলী চাট্টা বলেন, “কারচুপি করার জন্য আমার উপর চাপ ছিল। এক পর্যায়ে আত্মহত্যার চিন্তা করেছিলাম। কিন্তু তারপর জনসাধারণের সামনে বিষয়গুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নিই।”

লিয়াকত আলী চাট্টা আরও বলেন, “আমলাতন্ত্রের কাছে আমার অনুরোধ, এই সমস্ত রাজনীতিবিদদের সঙ্গে অবিচার করবেন না।”

এর আগে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)সহ বেশ কয়েকটি দল।

জাতীয় পরিষদ নির্বাচনে অন্তত ৮৫টি আসনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল। দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রওফ হাসান বলেছেন, “দল ও প্রার্থীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ভোট জালিয়াতির’ কারণে দেশের ইতিহাসে ২০২৪ সালকে মনে রাখা হবে।”

Link copied!