• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সেন্ট পিটার্সবার্গে সমাহিত হলেন প্রিগোশিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ১০:০৮ এএম
সেন্ট পিটার্সবার্গে সমাহিত হলেন প্রিগোশিন
ছবি: সংগৃহীত

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ আগস্ট) প্রিগোশিনের অন্ত্যেষ্টিক্রিয়া গণমাধ্যমের আড়ালে সম্পন্ন হয়।

এর আগে প্রিগোশিনের প্রেস সার্ভিস এক সংক্ষিপ্ত টেলিগ্রাম বার্তায় জানায়, “বিদায় অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে হবে। যারা তাকে বিদায় জানাতে চান, তারা নগরীর পোরোখভসকয়ে কবরস্থানে আসতে পারেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রিগোশিনের কালো গ্রানাইটের সমাধিটি ফুলে ফুলে ঢাকা পড়ে গিয়েছে। যার মধ্যে বেশির ভাগ লাল গোলাপ।  

২৩ আগস্ট রাশিয়ার সংবাদমাধ্যমে প্রথম প্রিগোশিন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। বলা হয়, ওই দিন মস্কোর কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়। যার যাত্রী তালিকায় প্রিগোশিনের নাম রয়েছে।

রোববার (২৭ আগস্ট) দেশটির তদন্ত কমিটি জানিয়েছিল, জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মরদেহ শনাক্ত করা হয়েছে। 

Link copied!