• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

গ্রামে ঢুকে ২০ জেলেকে গুলি করল জঙ্গিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:১৯ পিএম
গ্রামে ঢুকে ২০ জেলেকে গুলি করল জঙ্গিরা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২০ জেলেকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন গ্রামের বাসিন্দা, জেলে ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

দেশটির বেসামরিক জয়েন্ট টাস্কফোর্সের সদস্য মোদু আরি জানিয়েছেন, বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাদান গারি গ্রামে জঙ্গিরা এ হামলা চালায়। হামলাকারীরা কাজে ব্যস্ত জেলেদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে।

মুস্তাফা কাসাহাল্লাহ নামে গ্রামটির এক বাসিন্দা বলেন, নিহতদের মধ্যে তার সন্তানও আছে। তারা ১৫টির বেশি মৃতদেহ কবর দিয়েছেন।

বোকো হারামের এই হামলা প্রসঙ্গে এখন পর্যন্ত নাইজেরিয়ার সেনাবাহিনী ও বোর্নো রাজ্যের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

আফ্রিকার এই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দেড় দশকের বেশি সময় ধরে বোকো হারাম ও তাদের থেকে বেরিয়ে যাওয়া আইএসডব্লিউএপিসহ বেশ কয়েকটি মুসলিম সশস্ত্র সংগঠন তাদের তৎপরতা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

এর দরুন অসংখ্য প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে, দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকটও।

Link copied!