আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৮:২৭ পিএম
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আফগানিস্তান-পাকিস্তানের চামান-স্পিন বোলদাক সীমান্তে এই সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ।

এর আগে, রোববার (১১ ডিসেম্বর) আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাগুলিতে সীমান্তের ওপারে পাকিস্তানের ৮ বেসামরিক নাগরিকসহ এক আফগান সৈন্যের প্রাণহানি ঘটে। সেদিন আফগান বাহিনীর গোলায় আহত হন আরও অন্তত ১৭ পাকিস্তানি।

রয়টার্স জানায়, ১১ ডিসেম্বরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সংঘর্ষে জড়াল দেশ দুটো। সেদিন সীমান্তে ক্ষতিগ্রস্ত একটি বেড়া পাকিস্তানি সীমান্তরক্ষীরা মেরামত করতে গেলে নতুন সংঘর্ষের সৃষ্টি হয়।

আগের ওই সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেছে আফগানিস্তান ও পাকিস্তান। বৃহস্পতিবার আফগান সীমান্তরক্ষীদের ছোড়া মর্টারের গোলা পাকিস্তানের বেসামরিক বসতিতে আঘাত হেনেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের সীমান্ত এলাকা চামানের একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং নারী ও শিশুসহ আরও ১২ জন আহত হয়েছেন। ওই সীমান্তে এখনো সংঘর্ষ চলছে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সীমান্ত বিরোধ রয়েছে। গত কয়েক মাসে একই ধরনের কয়েকটি সংঘর্ষের ঘটনার পর চামান ক্রসিং কয়েক দিনের জন্য বন্ধ ছিল। দুই দেশের দ্বিতীয় ব্যস্ততম সীমান্ত ক্রসিং এলাকা চামান-স্পিন বোলদাক। এই সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে স্থলবেষ্টিত আফগানিস্তানে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ পণ্য আমদানি-রপ্তানি হয়।

Link copied!