• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ৯৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৬:২৪ পিএম
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ৯৩
হাসপাতালে নিহত এক শিশুকে কোলে নিয়ে কাঁদছেন। ছবি : আল-জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ ৯৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৪০ জন।

গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবতার বরাতে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া জানান, হামলার পর আহত ব্যক্তিদের অনেককে হাসপাতালটিতে নেওয়া হয়েছে। হাসপাতালে যোগ দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

হুসাম আবু সাফিয়া গণমাধ্যমকে বলেন, “হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাবে আহত ব্যক্তিদের অনেকে মারা যেতে পারেন। বিশ্বের উচিত বসে বসে গাজা উপত্যকার গণহত্যার দৃশ্য না দেখে পদক্ষেপ নেওয়া।”

এসময় হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদল পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সাফিয়া।

গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য প্রধানকেন্দ্র এ কামাল আদওয়ান হাসপাতাল। কয়েক দিন আগে সেখানকার বেশ কয়েকজন চিকিৎসককে আটক করে ইসরায়েলি বাহিনী। শুধু তিনজন চিকিৎসককে সেবা দেওয়ার জন্য সেখানে রাখা হয়।

Link copied!