• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ভরতের চন্দ্রযান, দাবি চীনা বিজ্ঞানীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১২:৪৬ পিএম
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ভরতের চন্দ্রযান, দাবি চীনা বিজ্ঞানীর
ছবি: সংগৃহীত

এশিয়ার দুই বৃহত্তম দেশ ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবার মহাকাশ পর্যন্ত প্রসারিত হয়েছে। গত মাসে ভারত তার চন্দ্রযান-৩-এর রোভার চাঁদের দক্ষিন মেরুতে ইতিহাসের প্রথম দেশ হিসাবে অবতরণ করায়। যার মাধ্যমে এটি চাঁদের সবচেয়ে দক্ষিণে অবতরণে চীনের রেকর্ড ভেঙে দেয়। তবে এবার এক শীর্ষ চীনা বিজ্ঞানী দাবি করেছেন যে ভারতের দক্ষিণ মেরুতে অবতরণের দাবি অতিরঞ্জিত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইম।

চীনের চাঁদ অভিযান কর্মসূচির জনক হিসেবে প্রশংসিত ওয়াং জিয়ান চীনা ভাষার সায়েন্স টাইমস পত্রিকাকে বলেছেন, চন্দ্রযান-৩ অবতরণ স্থান, ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, মেরুটির কাছাকাছি কোথাও ছিল না, যাকে ৮৮.৫ থেকে ৯০ ডিগ্রির মধ্যে সংজ্ঞায়িত করা হয়েছে।

পৃথিবীতে ৬৯ ডিগ্রি দক্ষিণ, অ্যান্টার্কটিক সার্কেলের মধ্যে থাকবে। তবে সার্কেলের চন্দ্র সংস্করণটি মেরুটির অনেক কাছাকাছি।

ওয়ান জিয়াং ভারতীয় চন্দ্রযানের দক্ষিণ মেরুতে অবতরণের দাবির প্রেক্ষিতে বলেন, “এটা ভুল! চন্দ্রযান-৩-এর অবতরণ স্থানটি চাঁদের দক্ষিণ মেরুতে নয়। এমনকি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলেও নয় এবং এটি দক্ষিণ মেরু অঞ্চলের কাছেও নয়।"

চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিন মেরু অঞ্চল থেকে ৬১৯ কিলোমিটার দূরে ছিল বলে দাবি করেন ওয়াং।

ভারতের মহাকাশ সংস্থা এই মন্তব্য নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।

Link copied!