• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ইসরায়েলি ঘাঁটির পুরো নকশা পেয়েছিল হামাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৬:০০ পিএম
ইসরায়েলি ঘাঁটির পুরো নকশা পেয়েছিল হামাস
একটি ঘাঁটিতে ইসরায়েলি ট্যাংকবহর। ফাইল ছবি

ইসরায়লের সামরিক বাহিনী (আইডিএফ) ধারণা করছে হামাস হামলা করার আগে ইসরায়েলি ঘাঁটির পূর্ণাঙ্গ নকশা পেয়েছিল। আইডিএফ বিশ্বাস করে সফল গুপ্তচরবৃত্তির মাধ্যমে তা হামাসের হস্তগত হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসরায়েলভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ান নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি গোয়েন্দার সূত্র দিয়ে জানিয়েছে, হামাসের বিস্তর হামলা পরিকল্পনা এবং আইডিএফের হস্তগত হওয়া ইসরায়েলি সামরিক ঘাঁটির একটি বিশদ মানচিত্র দেখে তারা প্রায় নিশ্চিত যে, হামাস গুপ্তচরের সাহায্যে ইসরায়েলি ঘাঁটির ওই মানচিত্র তৈরি করেছিল।

দ্যা ইউকে নিউজ সাইট জানিয়েছে, আইডিএফ বিদেশী সাংবাদিকদের কাছে হামাসের বিস্তর হামলা পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে। এ সময় তারা হামাসের একটি ঘাঁটির মানচিত্র প্রকাশ করে। যেটি আইডিএফের কাছে থাকা মানচিত্রের চেয়েও অধিক নিখুঁত। এ ধরণের মানচিত্র গুপ্তচরবৃত্তি ছাড়া তৈরি করা সম্ভব নয়।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Link copied!