• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৩, ০১:১০ পিএম
নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শহরের উত্তরে উদ্ধারকারীরা একটি গুহায় নিখোঁজ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রের সন্ধান করছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতে বাড়িগুলোর বেজমেন্ট পানিতে ভরে গিয়েছে, আটকে পড়েছে শত শত গাড়ি, গাছপালা ভেঙে গেছে। এর আগে গত জানুয়ারিতে অকল্যান্ডে রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল এবং এক মাস পরে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হেনেছিল।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

অকল্যান্ডের ডেপুটি মেয়র ডেসলি সিম্পসন বলেছেন, সতর্কতা হিসাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং দুর্যোগকালীন জরুরি পরিষেবাগুলোকে সক্রিয় করা হয়েছে।

জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, অকল্যান্ড অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত হয়েছে ৯০ শতাংশ। নিউজিল্যান্ড আবহাওয়া দপ্তরের জর্জিনা গ্রিফিথস বলেছেন, কিছু এলাকায় মাত্র ১ ঘণ্টায় ৩৫ মিমি (১ দশমিক ৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড  করা হয়েছে। 

কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত এবং প্লাবিত রাস্তায় গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে।

দেশটিতে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এতে ১১ জনের মৃত্যু হয়েছি।

Link copied!