• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমবারের মতো পাকিস্তানে ভারতীয় দূতাবাসে নারী প্রধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০২:৫৯ পিএম
প্রথমবারের মতো পাকিস্তানে ভারতীয় দূতাবাসে নারী প্রধান
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পাকিস্তানে ভারতীয় দূতাবাসের প্রধান হচ্ছেন একজন নারী। গীতিকা শ্রীবাস্তব ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) পদে থাকা এম সুরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন। এক প্রতিদবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে বর্তমানে উভয় দেশেরই দূতাবাসে কোনো কমিশনার নেই। সিডিএ-ই হলো পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের সর্বোচ্চ পদমর্যাদার কূটনৈতিক পদ।

গীতিকা শ্রীবাস্তব ২০০৫ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা হন। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম সচিব পদে কর্মরত। 
এর আগে, গীতিকা চীনে ভারতীয় দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত। তিনি দীর্ঘদিন কলকাতার পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গীতিকা দায়িত্ব পালন করেছেন ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভাগীয় পরিচালক হিসাবেও।

১৯৪৭ সালে পাকিস্তানের প্রথম ভারতীয় হাইকমিশনার হন শ্রী প্রকাশ। ১৯৪৭ সালের পর থেকে পদটিতে মোট ২২ জন ভারতীয় কূটনীতিক বসেছেন। যাদের সবাই ছিলেন পুরুষ। গীতিকার আগে ভারতের একাধিক নারী কূটনীতিক পাকিস্তানে দায়িত্ব পালন করলেও কেউ সর্বোচ্চ পদ পাননি।

তবে গীতিকা শ্রীবাস্তব কবে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে যোগ দেবেন, তা এখনো জানা যায়নি।

Link copied!