• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

‘আর্থিক সংকটে’ পরিবারের সবার আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৯:৩৭ পিএম
‘আর্থিক সংকটে’ পরিবারের সবার আত্মহত্যা
ভারতের কর্ণাটক। ছবি : টাইমস অব ইন্ডিয়া

‘আর্থিক সংকটে’ শিশুসহ একই পরিবারের সবাই আত্মহত্যা করেছেন। ভারতের কর্ণাটকের একটি বাড়ি থেকে ওই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া একটি ‘সুইসাইড নোট’ থেকে আর্থিক সংকটের বিষয়টি জানা যায়।

রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় এ গণমাধ্যমের তথ্যমতে, কর্ণাটকের কোদান্ড এলাকার একটি রিসোর্টে তিনজনের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন, বিনোদ (৪৩), জুবি আব্রাহাম (৩৭) ও তাদের মেয়ে জোহান (১১)।

শনিবার (৯ ডিসেম্বর) কর্ণাটকের কোদান্ড এলাকার জঙ্গলে অবস্থিত একটি রিসোর্টে বেড়াতে আসেন তারা। তবে এখানে আত্মহত্যা করার জন্যই তারা এসেছিলেন বলে ধারণা পুলিশের।  

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করে এই যুগল। তবে মেয়েটিকে আত্মহত্যাও করানো হতে পারে। এ নিয়ে এই পরিবারের আত্মীয়স্বজনদের সঙ্গে আলাপ করা হচ্ছে। 

Link copied!