• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

ইসরায়েলি বোমায় নিহত ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০১:৩৩ পিএম
ইসরায়েলি বোমায় নিহত ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী
শনিবার ইসরায়েলি বোমা হামলায় নিহত হন গাজার ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুফিয়ান তায়েহ। ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুফিয়ান তায়েহ উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) ওই হামলার ঘটনা ঘটে।

নাবলুসের পশ্চিম তীরের শহর আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির মতে তায়েহ একজন বিদ্যান ব্যক্তি। তাত্ত্বিক পদার্থবিদ্যা ও ফলিত গণিতের অধ্যাপক ছিলেন। গাজার মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আল-নাজাহ বিশ্ববিদ্যালয় সূত্র জানান, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে তায়েহকে বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকদের মধ্যে রাখা হয়েছিল।

ওই ইউনিভার্সিটি আরও জানিয়েছে, ‘তিনি ফিলিস্তিনে ভৌত, অ্যাস্ট্রোফিজিক্যাল এবং স্পেস সায়েন্সে ইউনেস্কোর চেয়ারের হোল্ডারও নিযুক্ত হয়েছেন।’
সূত্র-সিএনএন

Link copied!