গৃহকর্মীর সঙ্গে সংগমের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতের এক ব্যবসায়ী। খুনের মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে স্বামী আর ভাইকে ডেকে এনে মরদেহ ফেলে আসার ব্যবস্থা করেন সেই গৃহকর্মী।
পুলিশের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ৬৭ বছর বয়সী সেই ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায় বেঙ্গালুরুর এক নির্জন এলাকায়।
বালাসুব্রমানিয়ান নামের সেই ব্যবসায়ী মারা যাওয়ার পর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না সেই গৃহকর্মী। তাই তিনি তার স্বামী আর ভাইকে সাহায্যের জন্য ডেকে আনেন। পরে তিনজন মিলে মরদেহ প্লাস্টিক প্যাকেটে মুড়িয়ে ফেলে আসেন জেপি নগরে।
ওই ব্যক্তির কল রেকর্ড থেকে পুলিশ বুঝতে পেরেছে, সেই গৃহকর্মীর বাসায় নিয়মিত যাতায়াত করতেন তিনি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি হৃদরোগের কারণে এনজিওগ্রাম করান বালাসুব্রমানিয়ান।
পুলিশ পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করলেও, সেই গৃহকর্মী, তার স্বামী ও ভাইয়ের নামে কয়েকটি মামলা দেওয়া হয়েছে।










-20251029103315.jpeg)























