• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৫:২৮ পিএম
হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা
হামাস প্রধান ইসমাইল হানিয়া। (ফাইল ছবি)

ইসরায়েলি বাহিনী ড্রোন দিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়ার গাজার বাড়িতে হামলা চালিয়েছে। শনিবার (৪ নভেম্বর) আল-আকসা রেডিও এই তথ্য জানিয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ইসমাইল হানিয়ার পরিবারের কেউ বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

জানা যায়, হানিয়া ২০১৯ সাল থেকে গাজা উপত্যকার বাইরে রয়েছেন। তিনি তুরস্ক ও কাতারের মাঝামাঝি কোনো এক অজ্ঞাত স্থানে বসবাস করেন।

গত বুধবার সম্প্রচারিত একটি টেলিভিশন ভাষণে হানিয়া ইসরায়েলকে ‘নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বর্বর গণহত্যার জন্য অভিযুক্ত করেন।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা

Link copied!