• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৭:৫৯ পিএম
ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি
ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হামাস কমান্ডার আলি কাদিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি আলি কাদি গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের এই হামলার নেতৃত্ব দিচ্ছিলেন। ইসরায়েলের অভিযানে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আইডিএফ।

আইডিএফ বলেছে, নিরাপত্তা সংস্থা শিন বেট ও সামরিক গোয়েন্দা বাহিনীর পরিকল্পনায় একটি ড্রোন হামলা চালিয়ে হামাসের নুখবা ইউনিটের কমান্ডার আলি কাদিকে হত্যা করা হয়েছে।

আইডিএফ আরও বলেছে, ইসরায়েলের যুদ্ধবিমান গাজা উপত্যকাজুড়ে হামাসকে লক্ষ্যবস্তু করে এবং নুখবা অপারেটিভদের বিরুদ্ধে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। এই হামলায় হামাসের শীর্ষ পর্যায়ের দুই সামরিক নেতা নিহত হয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

Link copied!