• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

অবিলম্বে অস্ত্র বিরতির আহ্বান বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৫:০৬ পিএম
অবিলম্বে অস্ত্র বিরতির আহ্বান বাংলাদেশের
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি মসজিদ। ছবি-রয়টার্স

বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘটিত চলমান সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে নির্দোষ বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহিংসতা বৃদ্ধি কোনো পক্ষের জন্যই উপকারী নয় উল্লেখ করে বাংলাদেশ অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দুপক্ষেই আরও নিরীহ প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাই।’

বিবৃতিতে উল্লেখ করা হয়- বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না। 

কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে।

জাতিসংঘ রেজল্যুশনের ২৪২ ও ৩৩৮ ধারাকে এ প্রক্রিয়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এ ব্যবস্থা ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে।

এছাড়া বাংলাদেশ সংঘাতে অত্যধিক এবং নির্বিচারে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে আরও উল্লেখ করা হয়, কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একটি স্থায়ী সমাধান সম্ভব। এজন্য সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ।

 

Link copied!