• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,
মিয়ানমার ইস্যু

‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে ব্রাদারহুডের লড়াই চলবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০১:১৯ পিএম
‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে ব্রাদারহুডের লড়াই চলবে
মিয়ানমারের জান্তাদের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স দেশে জান্তা সরকারের স্বৈরশাসনের অবসান ঘটাতে লড়াই চালিয়ে যাবে। দেশটির সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এই জোটটির সঙ্গে জান্তা সরকারের বৈঠকের কথা প্রকাশের কয়েক দিন পরই তারা লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায়।

বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের পর বিগত কয়েক মাস ধরে জান্তা সরকার কঠিন সময় পার করছে। ব্রাদারহুড গত অক্টোবর মাস থেকে জান্তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে তারা বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও উত্তরের চীন সীমান্তবর্তী কয়েকটি শহর এবং পশ্চিমের রাজ্যগুলোর কয়েকটি শহরও দখল করে নিয়েছে।

ব্রাদারহুড জোটটি বুধবার জানায়, মিয়ানমারের জান্তা ও তাদের মধ্যকার শান্তি আলোচনার বিষয়টি প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে স্বৈরশাসনের পরিসমাপ্তি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও জানাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে তারা বলে, “আমাদের লক্ষ্য অর্জনে আরও সময় ও প্রচেষ্টা লাগবে।”

জান্তার মুখপাত্র জ মিন তুন সোমবার (১১ ডিসেম্বর) এ সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান। চীনের মধ্যস্থতায় এ বৈঠক হয়।

Link copied!