• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫

রিজার্ভ থেকে তেল ছাড়ার ঘোষণা দিলেন বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৫:০৪ পিএম
রিজার্ভ থেকে তেল ছাড়ার ঘোষণা দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের রিজার্ভ থেকে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৯ অক্টোবর) আলজাজিরা জানায়, আগামী মাসে দেশটির মধ্যবর্তী নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

সম্প্রতি ওপেক প্লাস জোটের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত জানানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।

বাইডেন জানান, ইউক্রেনে রুশ হামলার পর, গত মার্চ মাসে তার প্রশাসন ১৮ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। এই দেড় কোটি ব্যারেল তেল ছাড়ের মাধ্যমে সেই লক্ষ্য পূর্ণ হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ এই ঘোষণার মাধ্যমে আমরা বাজার স্থিতিশীল করতে যাচ্ছি। এই পদক্ষেপের কারণে তেলের দাম কমবে। তবে একই সময় অন্যান্য দেশ অস্থিরতা সৃষ্টি করেই যাচ্ছে।”

এই তেল পরিমাণ তেল ছাড়ার পর যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ ১৯৮৪ সালের পর সর্বনিম্ন অবস্থায় নেমে যাবে। ইউক্রেনে হামলার পর রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের রিজার্ভে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল মজুদ আছে। তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ থেকে ৭২ ডলারে নেমে এলে রিজার্ভ আবার আগের অবস্থায় নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Link copied!