• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে বেইজিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:২৯ পিএম
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে বেইজিং
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে বেইজিং। ছবি: সংগৃহীত

বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে বেইজিং। ১৯৫১ সালের পর এ বছরের ডিসেম্বর মাসে চীনের তাপমাত্রা সর্বনিম্ন -১০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে নেমেছে।

চলতি বছর বেইজিং গ্রীষ্মেও সর্বোচ্চ তাপমাত্রা ভোগ করেছে। জুন মাসে চীন রেকর্ড তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর ওঠে। আর এবার শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়।

চলতি বছরের শীতে চীনে কয়েক ধাপে শৈত্যপ্রবাহ হয়েছে।

১১ ডিসেম্বর থেকে রোববার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ৩০০ ঘণ্টারও বেশি সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করেছে বেইজিংয়ের একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা ১৯৫১ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি। রাজধানী এই সময়ের মধ্যে টানা ৯ দিন মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা সহ্য করেছে।

এদিকে জাপানের দক্ষিণাঞ্চলে তীব্র তুষারপাত হচ্ছে সেই সঙ্গে দক্ষিণ কোরিয়াতেও রয়েছে হাড়কাঁপানো শীত। তবে উত্তর কোরিয়ার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সূত্র: বিবিসি

Link copied!