• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ১২:১৬ পিএম
কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রতীকী ছবি

সৌদি আরবে চলতি বছরের কোরবানির ঈদ (ঈদুল আজহা) জুন মাসের ১৬ তারিখ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত-এই সব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সেই হিসেবে আগামী জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার উপলক্ষে মুসলিম দেশগুলোতে ছুটি ঘোষণা করা হয়। আগামী ১৬ জুন রোববার বিকেল থেকে কোরবানির কার্যক্রম শুরু হয়ে ২০ জুন বৃহস্পতিবার বিকেলে শেষ হবে।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!