মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৯ জন। শনিবার (১৪ সেপ্টেম্বর) মিসরের আল সারকিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় আল-জাজিরা।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনা স্থল আল সারকিয়া গভর্নেটরের রাজধানী ঝাগাজিয়ায় ৩০টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদের উদ্ধার করে আল-আজহার এবং ঝাগাজিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এছাড়া ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষ সেখানে ভিড় করেছে। ট্রেনের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে।
গত ২০ বছরের পুরনো রেলওয়ে সিস্টেমের কারণে মিসরে প্রতিবছর বহু ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটিতে ২০১৮ সালে ২ হাজার ৪৪টি ট্রেন দুর্ঘটনা রেকর্ড করা হয় এবং এর আগের বছর ১৭৯৩টি দুর্ঘটনা রেকর্ড করা হয়।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































