ফিলিস্তিনের পশ্চিম গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা গেছে।
নিহত দুই সাংবাদিক হলেন আল-জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাপারসন রামি আল-রিফি।
আল জাজিরা জানায়, যখন ইসমাইল ও রামির ওপর হামলা চালানো হয়, দুজনই ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন।
ফোনে দুজন বলেছিলেন, তারা যেখান থেকে সংবাদ সংগ্রহ করছিলেন, তার কাছেই একটি বাড়িতে হামলা চালানো হয়। তাদের তাৎক্ষণিক ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। সে অনুযায়ী আল-আহলি আরব হাসপাতালে যাওয়ার পথে হামলায় দুজনই নিহত হন।
এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১১ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































