আফগানিস্তানে অবস্থানরত সর্বশেষ মার্কিন সামরিক বিমান কাবুল ছেড়েছে। এরই মাধ্যমে দেশটিতে ২০ বছরের সেনা অভিযানের ইতি টানল যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে পর (মঙ্গলবার) মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কাবুল বিমানবন্দর ত্যাগ করে সি১৭ সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেঞ্জি বিবিসিকে এই তথ্য জানান।
তিনি আরও বলেন, এখনো যেসব মার্কিন কর্মকর্তা দেশটিতে রয়ে গেছেন, তাদের সহায়তার জন্য কূটনৈতিক মিশন অব্যাহত থাকবে। বিবিসির খবরে বলা হয়, শেষ মার্কিন বিমান আফগানিস্তান ছাড়ার পর ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে তালেবানরা।
সি১৭ বিমানটির প্রস্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টানল। একই সঙ্গে শেষ হলো ১৪ আগস্ট থেকে শুরু হওয়া মার্কিন নাগরিক ও আশ্রয়প্রার্থী আফগানদের উদ্ধার অভিযান।
জেনারেল ম্যাককেঞ্জি জানান, মার্কিন জোটের বিমানে মোট ১ লাখ ২৩ হাজারের বেশি বেসামরিক লোক আফগানিস্তান ছাড়ে। ১৬ দিনে প্রতিদিন গড়ে ৭ হাজার ৫০০ যাত্রী বহন করেছে ফ্লাইটগুলো।
এদিকে সোমবার (৩০ আগস্ট) আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রে এক কর্মকর্তা রয়টার্সকে জানায়, কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রকেটগুলো প্রতিহত করে।
রোববার (২৯ আগস্ট) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এতে ৬ শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়। নিহতদের পরিবারের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।







































