ঘূর্ণিঝড় আয়ানের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১২:১৬ পিএম
ঘূর্ণিঝড় আয়ানের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা

কিউবার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে মৌসুমি ঘূর্ণিঝড় হারিকেন ইয়ান। ঘূর্ণিঝড় আঘাত হানার পর পুরোপুরি বিদ্যুৎবিহীন হয়ে গেছে দেশটি। সরকারি ঘোষণার বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।

বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হওয়ার কথা নিশ্চিত করেছেন কর্মকর্তারাও। প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটিকে পুনরায় চালু করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

মঙ্গলবার ক্যাটাগরি তিন মাত্রার ঝড়টি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে ফ্লোরিডায় আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রকোপে দেশব্যাপী দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকার ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি কর্তৃপক্ষের প্রধান কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন, জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয়ের ফলে দেশব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। যার ফলে ১ কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রাত কাটাচ্ছে।

কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার জানায়, দেশের ১০০ ভাগ বৈদ্যুতিক সংযোগ পরিষেবার বাইরে ছিল।

রাজধানী হাভানার ১০০ কিলোমিটার পূর্বে মাতানজাসে অবস্থিত, আন্তোনিও গুতেরেস কিউবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র। এটি বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপের কোথাও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!