ইন্দোনেশিয়ার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়েস অব অ্যামেরিকা জানায়, শনিবার সকালে আবেপুরা শহর থেকে প্রায় ২৭২ কিলোমিটার দূরে পাপুয়া অঞ্চলে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কয়েক মিনিট পরে ৫.৮ মাত্রার আরেকটি পরাঘাত অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পেরই গভীরতা ছিল ১৫ কিলোমিটারের মধ্যে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইন্দোনেশিয়ান আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিকেএমজি) এক টুইট বার্তায় ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয় ইন্দোনেশিয়া। সেখানে ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটগুলোর নিয়মিত সংঘর্ষের ফলে তীব্র ভূমিকম্পের সৃষ্টি হতে থাকে। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত এই দুর্যোগপূর্ণ অঞ্চল।
ইন্দোনেশিয়ায় ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প শতাধিক প্রাণহানি হয়। গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। সমুদ্রতীরবর্তী শহর মামুজুতে বিল্ডিংগুলোকে ধ্বংস করে রড ও কংক্রিটগুলো পর্যন্ত টুকরো টুকরো টুকরো করে ফেলে সেই ভূমিকম্প।








































