• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৫ সেনা ও ৪ তালেবান নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:২৪ পিএম
পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৫ সেনা ও ৪ তালেবান নিহত

পাকিস্তানের তালেবান ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ সেনাসদস্য এবং চারজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

আল-জাজিরা জানায়, সেনাবাহিনী আফগানিস্তানের সীমানাঘেঁষা পাকিস্তানের বুয়া এলাকার একটি আস্তানায় হামলা চালায়। গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারেই সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে বলা হয়েছে, “সেনাবাহিনীর সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়েছে। সেখানে চারজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং একজন অফিসারসহ পাঁচজন সৈন্য মারা গেছেন।”

তবে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বলছে, পাকিস্তানি সেনাদের কারণে তাদের অস্ত্রবিরতি ঘোষণা লঙ্ঘন করতে হয়েছে।

শান্তি আলোচনার পথ প্রশস্ত করার জন্য গত জুন মাসে তালেবানদের মধ্যস্থতায় অস্ত্রবিরতি ঘোষণা করেছিল টিটিপি। তখন থেকে দুই পক্ষই যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করলেও, ছোটখাটো সংঘর্ষ নিয়মিতই সংঘটিত হচ্ছিল।

টিটিপির কমান্ডার জানিয়েছে, “পাকিস্তান সরকার তাদের অস্ত্রবিরতির ঘোষণাকে কোনো গুরুত্ব দিচ্ছে না।”

পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান আলাদা দল হলেও তাদের ভাবাদর্শ একই।

পাকিস্তান সরকার তালেবানদের হুমকি হিসেবে মনে করে। ইসলামাবাদ চায় তালেবানকে ভেঙে দিতে। সরকার চায় তালেবানের সদস্যরা পাকিস্তানের সংবিধান মেনে নিক এবং আইএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক।

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!