• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইউরোপের প্রধান পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৪:৩২ পিএম
ইউরোপের প্রধান পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম ১-এর সরবরাহ স্থগিত করা হয়েছে। বিবিসি জানায়, পাইপলাইন মেরামতের কথা জানিয়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

গ্যাজপ্রম বলছে, আগামী তিন দিন পাইপলাইনটির সরবরাহ বন্ধ থাকবে। এর আগেও নর্ড স্ট্রিম ১ সহ বেশ কয়েকটি পাইপলাইনে গ্যাসের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে রাশিয়া।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি সেন্ট পিটার্সবার্গের কাছে রাশিয়ান উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বাল্টিক সাগরের তলদেশে ১ হাজার ২০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

এটি ২০১১ সালে চালু করা হয়েছিল। রাশিয়া থেকে জার্মানিতে প্রতিদিন সর্বোচ্চ ১৭ হাজার কোটি ঘনমিটার গ্যাস পাঠাতে পারে। জুলাই মাসে মেরামতের জন্য ১০ দিন পাইপলাইনটি বন্ধ রেখেছিল রাশিয়া। তাদের দাবি ত্রুটিযুক্ত সরঞ্জামের কারণে এতে মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে।

এদিকে ইউক্রেনে আক্রমণের জেরে নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়া শাস্তি হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করছে পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে জার্মান কর্মকর্তারা বলছেন, রাশিয়া আগামীতে সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলেও তারা গ্যাস-সংকট মোকাবেলা করতে প্রস্তুত আছেন। আর ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন গ্যাসের দাম বাড়ানোর জন্যই সরবরাহে বিভ্রাট ঘটাচ্ছে রাশিয়া।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!