• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাশিয়া থেকে তেল, গ্যাস ও গম কিনবে তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০৩:১৪ পিএম
রাশিয়া থেকে  তেল, গ্যাস ও গম কিনবে তালেবান

তেল, গ্যাস ও গম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করবে তালেবান সরকার। আপাতত গ্যাসোলিন ও বেনজিন কেনার জন্য চুক্তির খসড়া প্রস্তত হচ্ছে।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, এ মাসের মাঝামাঝি তালেবান প্রতিনিধিরা রাশিয়া সফরে গিয়েছিলেন। সেখানে তারা চুক্তি সম্পন্ন করার বিষয়ে কথা বলেছেন।

দ্রুত চুক্তি সম্পন্ন করার আশা জানিয়ে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেছেন, “আমরা চুক্তির খসড়া নিয়ে কাজ করছি, আপাতত গ্যাসোলিন ও বেনজিন কেনার ব্যাপারে সম্মতিতে আসা গেছে।”

তবে রাশিয়ার পররাষ্ট্র এবং জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এক বছর আগে ক্ষমতায় এলেও এখনো তালেবান সরকার বিশ্ব বাণিজ্যে কোনো অবস্থান সৃষ্টি করতে পারেনি। রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হলে এটিই হতে যাচ্ছে তালেবান সরকারের প্রথম বৈদেশিক বাণিজ্য চুক্তি।

আফগানিস্তানে পশ্চিমা-সমর্থিত সরকারের পতন আর তালেবানের উত্থানের এক বছর পূর্ণ হয়েছে ১৫ আগস্ট। গত বছর কট্টরপন্থী এই ইসলামি গোষ্ঠীর সঙ্গে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।

আফগান নারীদের শিক্ষা ও চাকরির অধিকার সীমিত করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে সমালোচিত হয় তালেবান সরকার। তারপরও বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দমন আর বিক্ষোভ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশ পরিচালনা করছে তারা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!