• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, ভবন ধসে হাতাহত ৬৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০১:৪৫ পিএম
আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, ভবন ধসে হাতাহত ৬৫

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি বাজার আতশবাজির গুদামে বিস্ফোরণে থেকে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে একটি ভবন ধসে ৬০ জন আহত ও ৫ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় রোববার বিকেলে সুরমালু বাজারে বিস্ফোরণ হয়। গভীর রাত পর্যন্ত আগুনে পুড়েছে এলাকার অনেক ঘরবাড়ি।

স্থানীয়রা বলছেন বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপ পড়ে থাকতে পারে। উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা জীবিতদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন।

সুরমালুর পাইকারি বাজারটিতে রবিবার খুব ভিড় থাকে। এছাড়া বিস্ফোরণটি এমন জায়গায় ঘটেছে যেখানে বিপুল পরিমাণ আতশবাজি সংরক্ষিত ছিল।

আর্মেনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারম্যান অ্যালেন সিমোনিয়ান সাংবাদিকদের বলেন, “কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে আতশবাজি থেকে আগুন লেগেছে - এরকম কিছুই ধারণা করা হচ্ছে।”

সামাজিক মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের ভিডিও ফুটেজে ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অনেকক্ষণ ধরে সেখানে ছোটো ছোট বিস্ফোরণের শব্দ হচ্ছিল।

উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারীদের স্পঙ্গে

অনেক স্বেচ্ছাসেবকও যোগ দিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!