• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাশিয়ার বিরোধিতা না করায় অ্যামনেস্টির ইউক্রেন প্রধানের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৭:২৯ পিএম
রাশিয়ার বিরোধিতা না করায় অ্যামনেস্টির ইউক্রেন প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউক্রেন অঞ্চলের প্রধান ওকসানা পোকালচুক পদত্যাগ করেছেন। ডয়চে ভেলে জানায়, ইউক্রেনের একটি সংস্থা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার জন্য দেশটির সশস্ত্র বাহিনীকে দায়ী করে প্রতিবেদন প্রকাশের পর এই পদক্ষেপ নেন তিনি।

প্রতিবেদনটিতে আবাসিক এলাকায় সামরিক ঘাঁটি ও অস্ত্র রাখার অভিযোগে করে ক্ষোভ জানানো হয়। যদিও ইউক্রেনের দাবি, স্কুল ও হাসপাতালগুলোতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টায় এটি করা হয়েছে। তবে ঐ প্রতিবেদনের সঙ্গে একমত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

পোকালচুক তার ফেসবুক পেইজে জানান, “আমি ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে পদত্যাগ করছি। আপনি যদি এমন একটি দেশে বাস না করেন যেখানে আগ্রাসনকারীরা হামলা করছে এবং এটিকে ছিন্নভিন্ন করে দিচ্ছে, তাহলে আপনি সেদেশের সেনাবাহিনীকে নিন্দা করার অর্থ কী তা বুঝতে পারবেন না।”

এর আগে শুক্রবার অ্যামনেস্টি জানায়, তারা বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ সমর্থন করেছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি “সন্ত্রাসী রাশিয়ারকে সাধারণ ক্ষমা দেওয়ার চেষ্টা” বলে অভিযোগ করেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে বলেন, প্রতিবেদনটি বাস্তবতাকে বিকৃত করে, হামলাকারী রাষ্ট্র ও ভুক্তভোগীর মধ্যে মিথ্যা নৈতিক সমতা আনার চেষ্টা করে এবং রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচেষ্টাকে সমর্থন করে। এটি কোনভাবেই নিরপেক্ষতা বা সত্যবাদিতা নয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!