দামেস্কে ইসরায়েলি হামলায় নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ১২:১৩ পিএম
দামেস্কে ইসরায়েলি হামলায় নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলের ভূখণ্ডে স্থল অভিযান শুরুর পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেণ।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের এক বিবৃতিতে ইসরায়েলি হামলায় শহীদ হওয়া উপস্থাপক সাফা আহমাদের জন্য শোকপ্রকাশ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৯জন।

সিরিয়া আরব নিউজ এজেন্সি (সানা) বলছে, দামেস্কে মঙ্গলবারের ‘ইসরায়েলি আগ্রাসনে’ নিহত হয়েছেন উপস্থাপক সাফা আহমাদ।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সিরিয়ায় হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে আজ মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

Link copied!