• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬
হাইতি

হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৪৮ এএম
হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বিবিসির জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেনারেল হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় হঠাৎ বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন।  

হাসপাতাল ভবনের ভেতরে হতাহতদের পড়ে থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত জুলাই মাসে সরকার এই এলাকা পুনরুদ্ধার করে।  

হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার এক ভিডিও বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস হত্যার পর থেকেই হাইতিতে গ্যাং সহিংসতা বাড়তে থাকে। রাজধানীর ৮৫ শতাংশ এখনো গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে। গত এপ্রিলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সহিংসতা কমেনি। কেনিয়ার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করেও গ্যাং সহিংসতা রোধ করা সম্ভব হয়নি।     

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!