দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েল ও হিজবুল্লাহ’র সংঘাতে একজন হিজবুল্লাহ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলা চালিয়েছে। মূলত গাজায় ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর উদ্দেশ্যে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর ছোড়া দুটি রকেট তারা ধ্বংস করেছে। উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে সতর্কতা সাইরেন বাজিয়ে মানুষজনকে নিরাপদ জায়গায় আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ইসরায়েলের বোমা হামলায় সীমান্ত এলাকার হোউলা শহরে দুজন বেসামরিক নাগরিক এবং জেববায়ান গ্রামে একজন হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছেন।
৭ অক্টোবর থেকে হামাসের সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে এ সংঘাতের উত্তেজনা লেবাননের সীমান্ত এলাকাগুলোতেও ছড়িয়েছে। ওই এলাকাগুলোতে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের থেকে থেকে লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইসরায়েল হামাস যুদ্ধে সাতদিনের বিরতির পর আবারও গাজায় তাদের আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইরান সমর্থিত ও লেবাননের শিয়াপন্থী হিজবুল্লাহ।