ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার পার্বত্য উত্তর-পূর্ব সিকিম রাজ্যের একটি উপত্যকায় প্রবল বর্ষণে হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলে কর্মরত ২৩ সেনা নিখোঁজ হয়েছে।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে উত্তর সিকিমের লোনাক হ্রদে পানি উপচে পড়ায় তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এই ঘটনায় ২৩ জন কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং কিছু যানবাহন পানির নিচে তলিয়ে গেছে। সেনাবাহিনী তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
প্রত্যন্ত অঞ্চলটি নেপালের সাথে ভারতের সীমান্তের কাছে অবস্থিত এবং লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে তুষারময় শিখরগুলোর একটি হিমবাহের গোড়ায় অবস্থিত।
সেনাবাহিনী বলেছে, চুংথাং বাঁধ থেকে উজান থেকে পানি ছাড়ার অর্থ ইতিমধ্যে নদীটির পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৪.৫ মিটার (১৫ ফুট) ছাড়িয়েছে।
বর্ষা মৌসুমে এই অঞ্চলে আকস্মিক বন্যা সাধারণ ঘটনা, যা জুন মাসে শুরু হয় এবং সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে হ্রাস পায়। অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাত সাধারণত শেষ হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন তাদের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বাড়াচ্ছে। সূত্র-বাসস।