রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার উপদেষ্টারা বিভ্রান্ত করছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার অবস্থান কতটা খারাপ যাচ্ছে তা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন - এমনটাই বলছে হোয়াইট হাউজ।
এদিকে ব্রিটিশ গোয়েন্দারা বলছে, ইউক্রেনে রুশ সৈন্যরা হতাশ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। সরকারি আদেশ পালন করতেও অস্বীকার করছে অনেকে।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কেও পুতিনকে সঠিক তথ্য দেননি তার উপদেষ্টারা।
হোয়াইট হাউজের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য রয়েছে যে পুতিনকে রুশ সামরিক বাহিনী বিভ্রান্ত করছে। এর ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইউক্রেন যুদ্ধ পুতিনের কৌশলগত ভুল বলে দাবি করেছেন এই কূটনীতিক। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং ক্রমাগত বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
যদিও এসব দাবির প্রতিক্রিয়ায় ক্রেমলিন এখনও কোন মন্তব্য করেনি।







































