• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

পাকিস্তানে কয়লাখনি নিয়ে দুই উপজাতি গোত্রের সংঘর্ষে নিহত ১৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৪:৫০ পিএম
পাকিস্তানে কয়লাখনি নিয়ে দুই উপজাতি গোত্রের সংঘর্ষে নিহত ১৫

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনির মালিকানা নিয়ে দুই উপজাতি গোত্রের মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দারা আদম খেল জেলায় ঘটেছে এ ঘটনা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খান বলেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দারা আদম খেলা জেলায় সোমবার খনির সীমানা নির্ধারণের সময় সুন্নি খেল ও জারঘুন খেলের সশস্ত্র ব্যক্তিরা একে অপরের উপর অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালায়।

পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খানমুনাওয়ার বলেন, কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি-সংঘাত চলার পর অবশেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আহতদের ফেলে রেখে এলে সুন্নি খেল ও জারঘুন খেলের যোদ্ধারা পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘাতে উসকানিদাতাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাক-আফগান সীমান্তবর্তী এই জেলাটিতে ২০১৯ সালে একটি কয়লাখনি আবিষ্কৃত হয়। শুরু থেকেই দারা আদম খেলের দুই প্রভাবশালী উপজাতি গোত্র সুন্নি খেল ও জারঘুন খেল এই খনির একক মালিকানা দাবি করে আসছে। এই দাবিতে দুই গোত্রের মধ্যে শত্রুতার শুরুও হয় ওই বছর থেকেই।

খাইবার পাখতুনখাওয়া পাহাড়ি এলাকা মূলত বিভিন্ন উপজাতীয় গোত্র অধ্যুষিত এলাকা। এসব গোত্রের প্রায় সবই পাঠান উপজাতির বিভিন্ন শাখা-প্রশাখা।

একসময় এসব গোত্র পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত থাকলেও গত কয়েক দশক ধরে তা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তার ওপর কয়লা খনি বা এ ধরনের প্রাকৃতিক সম্পদের মালিকানা নিয়ে গোত্র বা গোষ্ঠী দ্বন্দ্ব বেশ বিরল বর্তমান পাকিস্তানে।

Link copied!