৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা।
ইরান-ইসরায়েলের কয়েকদিনের সংঘাতের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম সরকারি আপডেট।
এর আগে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। তবে একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।
 
এদিকে ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় সেখানে ২৫ জন নিহত হয়েছেন যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।
 
১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েইল। ইরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে এমন দাবি তুলে হামলা চালায় ইসরাইল। কিন্তু ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের হামলার জবাব দেয় ইরান।  
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































