আরব আমিরাতের দুবাইয়ে একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, শুক্রবার রাতে দুবাইয়ের মারিনা এলাকায় ‘মারিনা পিনাকল’ নামের ৬৭ তলা ভবনে ঘটে এ দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ৬ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও)। শনিবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে এক্স-এ দেওয়া একটি পোস্টে ডিএমও জানায়, বিশেষায়িত দলগুলো ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে এবং পুরো সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
রাত ২টা ৯ মিনিটে আরেকটি পোস্টে ডিএমও জানায়, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দিচ্ছেন। পরবর্তী পোস্টে (রাত ২টা ২১ মিনিটে) ডিএমও নিশ্চিত করে, বিশেষ ইউনিটের সহায়তায় মারিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
ডিএমও জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে তারা।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































