• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭
পাকিস্তান

নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬ সন্ত্রাসী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৩:৩৪ পিএম
নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬ সন্ত্রাসী নিহত
ছবি : সংগৃহীত

নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬ সন্ত্রাসী নিহত ও ৪ জন আহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের নির্মুল করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করতে বদ্ধপরিকর।’

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানর (টিটিপি) সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি শেষ হয়েছে ২০২২ সালে। এর পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর পাকিস্তানে প্রথমবারের মতো সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে গত মার্চ থেকে সেনা অভিযান তীব্র করেছে পাকিস্তান সরকার।

তারপরও প্রায়ই সন্ত্রাসী হামলা হচ্ছে পাকিস্তানে। ডন বলছে, সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে এ বছর ১ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে। গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তানের অবস্থান এখন দ্বিতীয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!