ভালোবাসা বাঁচাতে নিজের পরীক্ষার খাতার ভেতর ৫০০ টাকা গুঁজে দিয়ে শিক্ষককে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এক পরীক্ষার্থী। বিষয়টি জানাজানি হওয়ার হওয়ার পর সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এরপর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা।
ওই পরীক্ষার্থী তার খাতায় লিখেছেন— “স্যার আমার ভালোবাসা আপনার হাতে। দয়া করে আমাকে পাশ করিয়ে দিন।” পরীক্ষার্থীদের এমন কাণ্ডে হতবাক শিক্ষকরা।
জানা গেছে, ভারতের কর্নাটকের বেলাগাভি এলাকার একটি স্কুলে এমন ঘটনা ঘটেছে। সেখানকার দশমের বোর্ড পরীক্ষা হয়েছে। যার উত্তরপত্র পরীক্ষা করছিলেন শিক্ষকরা। ওই জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষকরা জানিয়েছেন, এমন প্রচুর উত্তরপত্র তাদের হাতে এসেছে, যেখানে পরীক্ষার্থীরা তাদের পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করেছে।
কেউ দাবি করেছে—“এবার পাশ করতে না পারলে পড়াশোনা ছাড়িয়ে দেবে বাড়ি থেকে। আমি কলেজে যেতে চাই।” কেউ আবার লিখেছে— “আমার ভবিষ্যৎ আপনার হাতে, স্যার। এ যাত্রায় পাশ করিয়ে দিন।”
এ ঘটনার খবর ও এ রকম একাধিক পরীক্ষার খাতার ছবি হুবহু ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অনেক নেটিজেনই বিষয়টি ভালো চোখে দেখছে না। ছাত্রছাত্রীদের এহেন কীর্তিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও। ইতোমধ্যে বিষয়টি নজরে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের। ওই শিক্ষকদের সঙ্গে কথা বলে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































