ইসরায়েলি বিমান হামলার কারণে গাজার খান ইউনিস শহরের সাংবাদিকদের একটি তাবুতে আগুন লেগে দগ্ধ হয়ে আহমেদ মানসুর নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
আহমেদ মানসুর প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক ছিলেন। মঙ্গলবার (৮ এপ্রিল) তিনি মারা যান।
এর আগে সোমবার (৭ এপ্রিল) নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থানকারী একটি তাবুতে এই হামলার ঘটনা ঘটে।। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মানসুরকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়তে দেখা যায়।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মানসুর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হামলায় এখন পর্যন্ত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।
এদিকে, হামলার পর দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের দাবি অনুযায়ী হামাস সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ১৮ মার্চ থেকে গাজায় ফের তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিও ভেঙে গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গাজায় হামলা আরও বাড়বে। তার এই ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৫০,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় সংঘটিত ঘটনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে গণহত্যার মামলাও চলছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































