ভূমিকম্পে ভবন ধসে নিহত ২০, আরও হতাহতের শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৫:৩০ পিএম
ভূমিকম্পে ভবন ধসে নিহত ২০, আরও হতাহতের শঙ্কা

দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মধ্য মিয়ানমারে এই ভূমিকম্প আঘাত হানে। শুধু মিয়ানমার নয়, এর প্রভাব অনুভূত হয়েছে ভারত, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি স্থানে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৭.৭ এবং এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহরের ১৭.২ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশকও (পরবর্তী কম্পন) অনুভূত হয়।

প্রতিবেদন অনুযায়ী, মান্দালয় শহরে একটি মসজিদ ধসে পড়ার ফলে অনেকে হতাহত হয়েছেন। যাদের মধ্যে অনেকে নামাজ আদায় করছিলেন। শহরটিতে উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!