লোহিত সাগরের মিসর উপকূলে ডুবে গেছে পর্যটকবাহী সাবমেরিন সিন্দবাদ। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। সাবমেরিনটি হুরঘাদার কাছে পর্যটকদের প্রবাল প্রাচীর দেখাতে নিয়ে যাচ্ছিল। সেই সময় এতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সাবমেরিন সিন্দবাদে থাকা পর্যটকদের সবাই রাশিয়ার। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যটকদের নিয়ে সমুদ্র দেখিয়ে আসছে এই ডুবোজাহাজ।
হুরঘাদার কাছে সাবমেরিন ডুবে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে সী স্টোরি নামের একটি সাবমেরিন ডুবে যায়।
এবার ঘটনার পর স্থানীয় প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সকে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে তারা রাশিয়ার কি না, সে ব্যাপারে নিশ্চিত করেনি।
মিসরে অবস্থিত রুশ দূতাবাস বলছে, অন্তত চারজন নিহত হয়েছেন। তারা সবাই রাশিয়ার নাগরিক।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































