দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিমানবন্দরের কাছে বাস উল্টে ১২ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় নগর কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
নগর কর্মকর্তারা জানান, জোহানেসবার্গের ওআর ট্যামবো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ব্যস্ত সড়কে ৫০ জন যাত্রীসহ বাসটি উল্টে যায়। এসময় ১২ জন নিহত ও অপর ৪৫ জন আহত হয়েছেন।
একুরহুলেনি নগর পরিবহন কর্মকর্তা আনদিলে মংউয়েভু বলেন, “আমরা নির্বাক হয়ে গেছি। এটি একটি বিপর্যয়।”
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর বিমানবন্দর অভিমুখী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবিতে বাসটিকে এক পাশে পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনায় বেঁচে ফিরে আসা এক ব্যক্তি জানান, বাসটিতে দ্রুতগতিতে আগানোর সময় নিয়ন্ত্রণ হারায়।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































