সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সাত সপ্তাহ আগে, তিনি বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেন, যার ফলে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর আল-শারা ঘোষণা করেন, তিনি একটি ‘জাতীয় সংলাপ সম্মেলন’ আহ্বান করবেন, যেখানে সিরিয়ার সব গোষ্ঠী ও রাজনৈতিক পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।
আল-শারা আরও জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়। আসাদবিরোধী সব বিদ্রোহী গোষ্ঠী একীভূত করা হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বলেও জানিয়েছেন আল-শারা।
সেনা কমান্ডারদের উদ্দেশে আল-শারা বলেছেন, নতুন নেতৃত্বের সামনে রয়েছে বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ। ডিসেম্বরে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন যে, নতুন নির্বাচন আয়োজন করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য একটি নতুন জনগণনার (সেন্সাস) প্রয়োজন, যা সময়সাপেক্ষ হতে পারে এবং তিন বছরের মধ্যে নতুন সংবিধান রচনার কাজ শেষ হবে।
গত বছর, বিদ্রোহীরা মাত্র ১২ দিনের মধ্যে আসাদের সেনাবাহিনীকে পরাজিত করে দামেস্ক দখল করে নেয়। ওইদিনই আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং রাশিয়ায় পালিয়ে যান। আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার সিরিয়ার রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও আর্থিক সহায়তা অপরিহার্য।




































