পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তুলতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিদের অনুপ্রবেশ করাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রশাসনিক বৈঠকে এসব অভিযোগ করেছেন মমতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করছে এবং পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর নির্যাতন চালাচ্ছে। সীমান্ত রক্ষা তৃণমূলের দায়িত্ব নয়। সীমান্ত আমাদের হাতে নেই। তাই কেউ যদি তৃণমূলকে দোষারোপ করে আমি তাদের জানিয়ে দিতে চাই, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “আমি পুলিশের ডিজিকে নির্দেশ দেবো, কোন দিক দিয়ে অনুপ্রবেশ ঘটছে তা খুঁজে বের করতে। পুলিশের কাছে সব তথ্য আছে এবং কেন্দ্রও তা জানে। আমি এ বিষয়ে কেন্দ্রকে কড়া চিঠি লিখব।”
প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বাংলাদেশ বা অন্য কারও সঙ্গে শত্রুতা চাই না। কিন্তু এখানে দুষ্কৃতকারীদের আসতে দেওয়া হচ্ছে। তারা অপরাধ করে আবার সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে। বিএসএফ এতে সাহায্য করছে আর কেন্দ্রীয় সরকার এর অংশীদার।”
কেন্দ্রকে সতর্ক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ বাংলায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে।”
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ’ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করার কয়েক সপ্তাহ পর এমন অভিযোগ তুললেন মমতা।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































