আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরূপ মন্তব্য ঘিরে ভারতের সংসদে (লোকসভা) সরকার ও বিরোধী পক্ষের সংঘাতে মারামারি হয়েছে। এসময় বিজেপির সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আঘাতে এমপিরা আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির।
এ বিষয়ে বিজেপির সংসদবিষয়ক মন্ত্রী কিরণ রিজু বলেন, “কী করে তিনি (রাহুল) সংসদে শক্তি প্রয়োগ করতে পারেন। কোন আইন তাকে এমপিদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ক্ষমতা দিয়েছে।”
অভিযোগ অস্বীকার করে রাহুল গান্ধী বলেন, “আমি ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম। এসময় তারা (বিজেপির এমপি) ধাক্কা ও হুমকি দেয়।”
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন, “এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।”
এরপর বুধবার (১৮ ডিসেম্বর) থেকেই শাহর বিরুদ্ধে আম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































